শ্রীভূমি (অসম), ২ জানুয়ারি (হি.স.) : শ্রীভূমি জেলায় ২০২৫ সালের পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সদস্য, গ্রাম পঞ্চায়েত সভাপতি ও সহ-সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি এবং সহ-সভাপতি পদের আসনগুলিতে তফশিলি জাতি, তফশিলি উপজাতি ও মহিলা প্রার্থীদের সংরক্ষণের তালিকা শ্রীভূমির জেলাশাসক এক বিজ্ঞপ্তি যোগে প্রকাশ করেছেন।
এতে আনিপুর, কালিগঞ্জ, কানাইনগর ফাকুয়া, লক্ষ্মীবাজার, মাইজগ্রাম সুপ্রাকান্দি, রাধাপ্যারী, টিলাবাড়ি বান্দরকোণা জেলা পরিষদ আসন মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত এবং শ্রীগৌরী জেলা পরিষদ আসন তফশিলি জাতি মহিলা প্রার্থীর জন্য এবং ভৈরবনগর জেলা পরিষদ আসন তফশিলি জাতি প্রার্থীর জন্য সংরক্ষিত করা হয়েছে।
পাশাপাশি জেলা পরিষদের ১৬টি আসনের মধ্যে চান্দখিরা, চেরাগি, দুল্লভছড়া, লোয়াইরপোয়া, নিলামবাজার, রাজাটিলা উমরপুর এবং শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসন উন্মুক্ত থাকবে।
এদিকে আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির সাতটি আসনের মধ্যে পাথারকান্দি, দুল্লভছড়া, নিলামবাজার মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত এবং ভৈরবনগর আসনটি তফশিলি জাতি মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত করা হয়েছে। এতে মালেগড়, বদরপুর চৈতন্যনগর ও লোয়াইরপোয়া আসন উন্মুক্ত থাকবে। পাশাপাশি, আঞ্চলিক পঞ্চায়েত সহ-সভাপতি পদের সাতটি আসনের মধ্যে মালেগড়, বদরপুর চৈতন্যনগর, ভৈরবনগর, দুল্লভছড়া আসন মহিলা সংরক্ষিত। লোয়াইরপোয়া আসন তফশিলি জাতি (উন্মুক্ত) সংরক্ষিত। এতে পাথারকান্দি ও নিলাম বাজার আসন উন্মুক্ত থাকবে।
এদিকে ৯৫টি গ্রাম পঞ্চায়েত সভাপতি, সহ-সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং ৯৫০টি ওয়ার্ড মেম্বারের সংরক্ষণ তালিকাও জানিয়ে দেওয়া হয়েছে। এতে জেলা আয়ুক্ত সংরক্ষণের তালিকা সব গ্রাম পঞ্চায়েত সচিব, খণ্ড উন্নয়ন আধিকারিক, সব জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের কর্মকর্তা এবং অন্যান্যদের জানিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত বিবরণের জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস