কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.): বাঘাযতীন, ট্যাংরা, বাগুইআটির পরে তপসিয়া। তপসিয়ার লোকনাথ বোস গার্ডেন রোডে একটি চারতলা ফ্ল্যাটবাড়ি হেলে পড়েছে বলে শুক্রবার সকালে নজরে আসে স্থানীয়দের।
স্থানীয়দের দাবি, বাড়িটি সাত-আট বছর আগে তৈরি হয়েছে। তাঁরা আঙুল তুলেছেন কলকাতা পুরসভার দিকে। উদ্বেগে রয়েছেন বাড়ির বাসিন্দারা। শুক্রবার সকালে বাড়িটি পরিদর্শন করে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন স্থানীয় ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জলি বসু। তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
কয়েকটি বিম দিয়ে দুটি বহুতলের মাঝে ঠেকনা দেওয়া হয়েছে। সেই বিমগুলির উপর নির্ভর করেই দাঁড়িয়ে রয়েছে হেলে পড়া আবাসনটি। প্রায় প্রতিটি তলায় বিম রয়েছে। নিচ থেকে উপরের দিকে তাকালে দুটি আবাসন যে আরও কাছিকাছি এসে পড়েছে, তা দেখা যাচ্ছে। আতঙ্কে দুই আবাসনের বাসিন্দারা। এদিকে কলকাতা পুরসভার পক্ষ থেকে কাউন্সিলের কাছে ওয়ার্ডের সমস্ত বিপজ্জনক আবাসনের তথ্য চাওয়া হয়েছে।
জলি বিশ্বাস জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আগে জানতাম না। পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল) আমার কাছে ওয়ার্ডের পুরনো বহুতলের তথ্য চেয়েছেন। আমি পাঠিয়ে দেব।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলেছেন, তারপরও কেন সেই বিষয়ে নজরদারি চালানো হচ্ছে না। তা নিয়ে প্রশ্ন উঠছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত