গড়চিরৌলি, ১৪ অক্টোবর (হি.স.): নকশাল-মুক্ত ভারত অভিযানে মঙ্গলবার বড়সড় সাফল্য মিলল। ৬০ জন মাওবাদীকে সঙ্গে নিয়ে আত্মসমর্পণ করলো কুখ্যাত মাওবাদী সিপিআই (মাওবাদী) পলিটব্যুরো সদস্য মল্লুজুলা বেণুগোপাল রাও ওরফে সোনু।এদিন মহারাষ্ট্রের গড়চিরৌলিতে ৬০ মাওবাদী ক্যাডারকে সঙ্গে নিয়ে অস্ত্র ছেড়ে সমাজের মুলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিয়েছে সে।
এই সিদ্ধান্ত সিপিআই (মাওবাদী)-র জন্য একটি বড় ধাক্কা এবং সমগ্র দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্য সরকারগুলির নেতৃত্বে পুলিশের নিরন্তর অভিযানের সুফল। সেপ্টেম্বরেই সোনু অস্ত্র ছাড়ার ইঙ্গিত দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিলেন। তিনি ছত্তিশগড় এবং দেশের অন্যত্র মাওবাদী ক্যাডারদের একটি বড় অংশের কাছ থেকে সমর্থন পেয়েছিলেন, যারা তাকে সমর্থন জানিয়েছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা