জম্মু, ১৬ অক্টোবর (হি.স.): দীপাবলি উৎসবের কথা মাথায় রেখে ১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পাঁচ দিনের জন্য সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করল জম্মু ও কাশ্মীর সরকার। জম্মু বিশ্ববিদ্যালয়ও তিন দিনের ছুটি ঘোষণা করেছে। ২০ থেকে ২৩ অক্টোবরের মধ্যে সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ‘ডিরেক্টরেট অব স্কুল এডুকেশন জম্মু’-র পক্ষ থেকে বলা হয়েছে, ‘জম্মু ডিভিশনে সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকার স্বীকৃত বেসরকারি স্কুলগুলিতে বারো ক্লাস পর্যন্ত পুজোর ছুটি দেওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ