বিহারঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মা ও মেয়ে
দেহরি অন সোন, ১৬ অক্টোবর (হি. স.): বিহারের রোহতাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মা ও মেয়ের। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে রোহতাসের সাসারাম মুফুসিল থানার অন্তর্গত বানারসিয়ার কাছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম টুইঙ্কল দেবী (২৮) ও ত
বিহারঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মা ও মেয়ে


দেহরি অন সোন, ১৬ অক্টোবর (হি. স.): বিহারের রোহতাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মা ও মেয়ের। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে রোহতাসের সাসারাম মুফুসিল থানার অন্তর্গত বানারসিয়ার কাছে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম টুইঙ্কল দেবী (২৮) ও তার মেয়ে পিঙ্কি (৩)। ঘর পরিষ্কার করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হাসপাতালে পাঠায় । চিকিৎসক উভয়কেই মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande