পাকিস্তান সন্ত্রাসী সংগঠনের আশ্রয়দাতা : রণধীর জয়সওয়াল
নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের সমালোচনায় সরব হলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রণধীর বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। রণধীর
রণধীর জয়সওয়াল


নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের সমালোচনায় সরব হলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রণধীর বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। রণধীর জয়সওয়াল আরও বলেন, এটা স্পষ্ট যে পাকিস্তান সন্ত্রাসী সংগঠনগুলিকে আশ্রয় দেয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে মদত দেয়। তিনি বলেন, পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ ব্যর্থতার জন্য প্রতিবেশীদের দোষারোপ করা একটি পুরনো অভ্যাস। মুখপাত্র রণধীর বলেন, আফগানিস্তান নিজস্ব ভূখণ্ডের উপর সার্বভৌমত্ব প্রয়োগ করায় পাকিস্তান ক্ষুব্ধ এবং ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande