ঝাড়খণ্ডে শীতের আভাস, সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস
রাঁচি, ১৬ অক্টোবর (হি.স.): পড়শি রাজ্যেও উঁকি দিচ্ছে শীত। বাতাসে হিমেল হাওয়ার রেশ। একধাক্কায় পারদ পতন হয়েছে ১৬ ডিগ্রিতে। বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানিয়েছে , ঝাড়খন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। রাঁচিতে সর্বোচ্চ তাপমাত্রা রেক
ঝাড়খণ্ডে শীতের আভাস, সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস


রাঁচি, ১৬ অক্টোবর (হি.স.): পড়শি রাজ্যেও উঁকি দিচ্ছে শীত। বাতাসে হিমেল হাওয়ার রেশ। একধাক্কায় পারদ পতন হয়েছে ১৬ ডিগ্রিতে। বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানিয়েছে , ঝাড়খন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। রাঁচিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস ।

এছাড়া ঝাড়খন্ডের অন্যান্য জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা সামান্য হ্রাস পেয়েছে । লোহারদাগায় ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, রাঁচিতে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, ডাল্টনগঞ্জে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস এবং বোকারোতে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া দফতরের মতে, শুক্রবার রাজ্যের অনেক অংশে আংশিক মেঘলা আকাশ থাকবে। শনিবার রাজ্যজুড়ে আবহাওয়া পরিষ্কার থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande