কলকাতা, ১৮ অক্টোবর, (হি.স.): শনিবার সকালে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে নিষিদ্ধ বাজি-সহ গ্রেফতার হয় এক তরুণ। তার কাছ থেকে মোট ৬০০ কেজি বেআইনি বাজি উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, এই বিপুল বাজি আসানসোলে পাঠানো হচ্ছিল।
সূত্রের খবর, ধৃতের নাম মহম্মদ জিশান। বয়স ২৩ বছর। তিনি তোপসিয়া থানা এলাকার বাসিন্দা। গোপন সূত্রের খবর পেয়ে ধর্মতলা বাস টার্মিনাসের কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের কাছে মেয়ো রোডে অভিযান চালায় পুলিশ। ধৃতের থেকে তিনটি নাইলনের বস্তা ও একাধিক বক্স উদ্ধার করা হয়। তা খুলতেই দেখা যায় তাতে রয়েছে নিষিদ্ধ বাজি।
পঁচিশটি কাগজের কার্টনে বিভিন্ন ধরণের নিষিদ্ধ বাজি যেমন কালী পটকা, চকলেট বোম ইত্যাদি ছিল। তারপরই তরুণকে গ্রেফতার করে পুলিশ। ময়দান থানায় মামলা দায়ের করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত