কলকাতা, ১৮ অক্টোবর, (হি.স.): কালীপুজোয় বাসে, ট্রেনে ভিড় বৃদ্ধির আশঙ্কা। আর তা সামলাতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-বারাসত, বনগাঁ-বারাসত, শিয়ালদা-রানাঘাট এবং শিয়ালদা-বারুইপুর শাখায় চলবে বিশেষ ট্রেন। প্রতিটি স্টেশনে থামবে ট্রেনগুলি।
* শিয়ালদা-ডানকুনি স্পেশাল ট্রেন সোমবার রাত সাড়ে এগারোটায় ছাড়বে। ডানকুনি পৌঁছবে রাত ১২টা ১৫ মিনিটে। আবার ডানকুনি থেকে ট্রেনটি রাত ১২টা ২৫ মিনিটে ছাড়বে। রাত ১টা ৫ মিনিটে শিয়ালদায় পৌঁছনোর কথা।
* শিয়ালদা-বারাসত স্পেশাল ট্রেন সোমবার রাত ১২টা ১০ মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে। বারাসতে পৌঁছবে রাত ১২টা ৫৫ মিনিটে। বারাসত থেকে ট্রেনটি ছাড়বে রাত ১টা ১০ মিনিটে। শিয়ালদায় পৌঁছবে রাত ১টা ৫৫ মিনিটে।
* বনগাঁ-বারাসত বিশেষ ট্রেন সোমবার রাত সাড়ে ১২টায় বনগাঁ থেকে ছাড়বে। বারাসতে পৌঁছনোর কথা রাত দেড়টায়। বারাসত থেকে আবার ট্রেনটি রাত ২টোয় ছাড়বে। বনগাঁ পৌঁছবে রাত ৩টে ৮ মিনিটে।
* শিয়ালদা-রানাঘাট স্পেশাল ট্রেন চলবে। রাত ১২টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে ট্রেনটি। রানাঘাটে পৌঁছবে রাত আড়াইটে নাগাদ। রানাঘাট থেকে ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়বে। শিয়ালদা পৌঁছবে ১টা ৪০ মিনিটে।
* শিয়ালদা-বারুইপুর স্পেশাল ট্রেন রাত সাড়ে বারোটায় শিয়ালদা থেকে ছাড়বে। রাত ১টা ১৫ মিনিটে বারুইপুর পৌঁছবে। বারুইপুর থেকে আবার ট্রেনটি রাত ১টা ২৫ মিনিটে ছাড়বে। শিয়ালদায় পৌঁছবে রাত ২টো ১০ মিনিটে।
রাজ্য সরকারের আর্জি অনুযায়ী নৈহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দাঁড়াবে না। তার পরিবর্তে ৫ অথবা ৬ নম্বর স্টেশনে দাঁড়াবে। এছাড়া ৬টি এসি লোকালও চলবে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত