এই বছর আমেরিকায় স্মার্টফোন রপ্তানিতে প্রতিবেশীকে ছাড়িয়ে গেছে ভারত : অশ্বিনী বৈষ্ণব
নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): এই বছর আমেরিকায় স্মার্টফোন রপ্তানিতে প্রতিবেশীকে ছাড়িয়ে গেছে ভারত। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার এক সাংবাদিক সম্মেলনে বৈষ্ণব বলেন, এই বছর আমেরিকায় স্মার্টফোন রপ্তানিতে নিজস
অশ্বিনী বৈষ্ণব


নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): এই বছর আমেরিকায় স্মার্টফোন রপ্তানিতে প্রতিবেশীকে ছাড়িয়ে গেছে ভারত। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার এক সাংবাদিক সম্মেলনে বৈষ্ণব বলেন, এই বছর আমেরিকায় স্মার্টফোন রপ্তানিতে নিজস্ব প্রতিবেশীকে ছাড়িয়ে গেছে ভারত। এটি আমাদের দেশের জন্য একটি বিশাল প্রাপ্তি। কিছু বড় কোম্পানি, তাদের উৎপাদনের প্রায় ২০ শতাংশ এখন ভারতে হচ্ছে।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই বছরের নবরাত্রি উৎসবে রেকর্ড বিক্রি দেখা গেছে। তিনি বলেন, আগের নবরাত্রি উৎসবের তুলনায় এ বছর নবরাত্রি মরশুমে ইলেকট্রনিক্স বিক্রি ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, জিএসটি সংস্কারের কারণে খাদ্যপণ্যের দাম কমছে। তিনি বলেন, ইলেকট্রনিক্সের ক্রমবর্ধমান চাহিদা সরাসরি ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পকে উপকৃত করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande