উত্তরাখণ্ডকে হারিয়ে রনজিতে ৬ পয়েন্ট বাংলার, ম্যাচ সেরার পুরস্কার পেলেন মহম্মদ শামি
নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.) : রনজির প্রথম ম্যাচে জয় পেল বাংলা। উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল অভিমন্যু ঈশ্বরণের দল। এই জয়ের নেপথ্যে মহম্মদ শামি। সমস্ত সমালোচনার জবাব দিয়ে চতুর্থ দিনে তিনি দাপুটে বোলিং উপহার দিলেন বাংলাকে। আর বোলিং এ সফল হলেন আকাশ দ
উত্তরাখণ্ডকে হারিয়ে রনজিতে ৬ পয়েন্ট বাংলার, ম্যাচ সেরার পুরস্কার পেলেন মহম্মদ শামি


নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.) : রনজির প্রথম ম্যাচে জয় পেল বাংলা। উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল অভিমন্যু ঈশ্বরণের দল। এই জয়ের নেপথ্যে মহম্মদ শামি। সমস্ত সমালোচনার জবাব দিয়ে চতুর্থ দিনে তিনি দাপুটে বোলিং উপহার দিলেন বাংলাকে। আর বোলিং এ সফল হলেন আকাশ দীপ, ঈশান পোড়েলরা।

দ্বিতীয় ইনিংসে উত্তরাখণ্ড শেষ হল ২৬৫ রানে। ১৫৬ রান তাড়া করতে নেমে সহজেই জয় তুলে নিল বাংলা।

বাংলার হয়ে শামি নিলেন ৩৮ রানে ৪ উইকেট। আকাশ দীপ এবং ঈশান পোড়েলের শিকার ২ উইকেট। বাকি দু’টি উইকেট ভাগ করে নিয়েছেন সুরজ সিন্ধু জয়সওয়াল এবং সুনীল ভাটি।

রান তাড়া করতে আগ্রাসী ব্যাটিং করলেন বাংলার অধিনায়ক অভিমন্যু। তিনি ৮২ বলে ৭১ রানের অধিনায়কোচিত অপরাজিত ইনিংস খেললেন। ৪৬ রান করেন সুদীপ ঘরামি। মাত্র ২৯.৩ ওভারে ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে করে ৮ উইকেটে ম্যাচ জিতে নিল বাংলা। পেল ৬ পয়েন্ট। দু’টি ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেলেন মহম্মদ শামি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande