কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.) :শীল্ড ফাইনালে জিতল মোহনবাগান। চলতি মরসুমের প্রথম দু’টি ডার্বি হেরেছিল মোহনবাগান। কিন্তু তৃতীয় ম্যাচ জিতে নিল তারা। যুবভারতীতে ফাইনালে পিছিয়ে পড়েও জিতল মোহনবাগান। ইস্টবেঙ্গল এই ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে। বেশির ভাগ সময় দাপট দেখিয়েছে। কিন্তু কাজের কাজ হল না। শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে চলতি মরসুমে প্রথম বড় ট্রফি জিতল মোহনবাগান। টাইব্রেকারে বাগানের জয়ের নায়ক সেই বিশাল কাইথ। ইস্টবেঙ্গলের নতুন ডিফেন্ডার জয় গুপ্তের শট বাঁচিয়ে তিনি ফাইনালে দলকে জেতালেন।
মোহনবাগানই প্রথম গোল করে এগিয়ে যেতে পারত। কিন্তু ৩৩ মিনিটের মাথায় বক্সের মধ্যে ম্যাকলারেনকে ফাউল করেন আনোয়ার আলি। রেফারি পেনাল্টি দেন। কিন্তু স্পট থেকে বল উড়িয়ে দেন কামিংস। সুযোগ নষ্টের খেসারত দিতে হল মোহনবাগানকে। দু’মিনিট পরেই বক্সের বাইরে বল পান মহেশ নাওরেম সিংহ। অনেকটা দৌড়ে বক্সে ঢুকে ডিফেন্ডারকে ঘাড়ের উপর নিয়ে ক্রস বাড়ান তিনি। গোলরক্ষক বিশাল কাইথ ঝাঁপিয়েও তার নাগাল পাননি। বক্সে দাড়িয়ে থাকা হামিদ পায়ের টোকায় গোল করেন।দেখে মনে হচ্ছিল, পিছিয়ে থেকে বিরতিতে যাবে মোহনবাগান। কিন্তু তা হয়নি।বিরতির ঠিক আগে আপুইয়ার বক্স থেকে তাঁর জোরালো শটে গোল করে সমতা ফেরান।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি