কলকাতা, ১৮ অক্টোবর (হি. স.) : কর্নেল সি কে নাইড়ু ট্রফি ক্রিকেটে শেষ পর্যন্ত বাংলা জয়ী। অনূর্ধ্ব - ২৩, খেলায় গুয়াহাটিতে ঘরের মাঠে আসাম ধরাশায়ী। এই জয়ের মাধ্যমেই যাত্রা শুরু করেছে বাংলা দল। শুধু তাই নয়, আজকের দিনে এই খেলা থেকে ১৫ পয়েন্ট জিতল বাংলা। এই খেলায় জয়ের সুবাদে ৭ পয়েন্ট এবং ব্যাটিংয়ের দৌলতে বোনাস ৪ পয়েন্ট ও বোলিংয়ের জন্য বোনাস ৪ পয়েন্ট। শনিবার সেখানে ইনিংস ও ৯৭ রানে বাংলা দুর্দান্তভাবেই জিতেছে। উল্লেখ্য, প্রথম ইনিংসে আসাম ১৩৩ রান ও দ্বিতীয় ইনিংসে ১৪০ রান বাংলার বিরুদ্ধেই সংগ্রহ করেছে। উল্লেখ্য, এদিনের খেলায় দ্বিতীয় ইনিংসে অসমের খেলোয়াড়রা তথা ব্যাটসম্যানরা বাংলার বোলারদের সামলাতে হিমসিম খেয়েছে। বোলিংয়ের দাপট বজায়ে - প্রয়াস রায় বর্মণ ৫/৩৬, দিলসাদ খান ৩/৩৭ এবং সুখমীত সিং - ২/২২ স্কোর বোর্ড সচল রাখে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বাংলা দল প্রথম ইনিংসে ৩৭০ রান তোলে। এর মধ্যেই শতরানের ইনিংস উপহার দিয়েছে শুভম সিং - ১২৯ রান। সেইসঙ্গে প্রয়াস রায় বর্মণ ন - ৬১ রান ও সুমিত নাগ ৫৩ রান করেছে ব্যাক্তিগতভাবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত