প্রিমিয়ার লিগে চার ম্যাচ পর জাল অক্ষত রাখতে পারল চেলসি
লন্ডন, ১৮ অক্টোবর(হি.স.): ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম কয়েক রাউন্ডে এলোমেলো পারফরম্যান্সের পর ছন্দে ফেরার ফিরলো চেলসি। শনিবার নটিংহ্যাম ফরেস্টকে উড়িয়ে দিয়ে জয় পেল চেলসি। প্রতিপক্ষের মাঠে শনিবার ৩-০ গোলে জিতেছে এন্টসো মারেস্কার দল। সবগুলো গোলই হয়েছে
প্রিমিয়ার লিগে চার ম্যাচ পর জাল অক্ষত রাখতে পারল চেলসি


লন্ডন, ১৮ অক্টোবর(হি.স.): ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম কয়েক রাউন্ডে এলোমেলো পারফরম্যান্সের পর ছন্দে ফেরার ফিরলো চেলসি। শনিবার নটিংহ্যাম ফরেস্টকে উড়িয়ে দিয়ে জয় পেল চেলসি।

প্রতিপক্ষের মাঠে শনিবার ৩-০ গোলে জিতেছে এন্টসো মারেস্কার দল। সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

৪৯তম মিনিটে বাঁ দিক থেকে পেদ্রো নেতোর দুর্দান্ত ক্রস ছয় গজ বক্সে পেয়ে হেডে দলকে এগিয়ে নেন জশ আচেম্পং। এরপর, প্রায় ২০ গজ দূর থেকে নিখুঁত ফ্রি কিকে গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড নেতো।

৮৪ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন ইংলিশ ডিফেন্ডার রিস জেমস। কর্নারে উড়ে আসা বল পেয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে জোরাল শটে গোলটি করেন এই ইংলিশ ডিফেন্ডার।

আট ম্যাচে চেলসির এটা চতুর্থ জয়। সঙ্গে দুই ড্রয়ে ১৪ পয়েন্ট তাদের।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande