নয়াদিল্লি,১৮ অক্টোবর (হি. স.) : শনিবার দুপুরে দিল্লির বিডি মার্গে অবস্থিত এক আবাসনে আগুন লাগে। বহুতল আবাসনটিতে রাজ্যসভার অনেক সাংসদেরই ফ্ল্যাট রয়েছে ।
জানা গিয়েছে, এদিন দুপুর ১টা ২০ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের খবর যায় দমকলের কাছে। এরপর দমকলের ৬টি ইঞ্জিন গিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই আবাসনটির উদ্বোধন করেছিলেন। তৃণমূলের সুব্রত বক্সী, মমতা বালা ঠাকুর, সাগরিকা ঘোষ, সাকেত গোখলের ফ্ল্যাটও রয়েছে ওই আবাসনে। সংসদ ভবন থেকে প্রায় ২০০ মিটার দূরেই রয়েছে এই বহুতল।
এদিন অগ্নিকাণ্ডের পরই তৃণমূল সাংসদ সাকেত গোখেল এক্স হ্যান্ডেলের একটি পোস্টে অভিযোগ করেছেন, ফোন করার ৩০ মিনিট পেরিয়ে গেলেও কোনও দমকল আসেনি। তিনি লিখেছেন, ‘দিল্লির বিডি মার্গের ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। বাসিন্দারা সকলেই রাজ্যসভার সাংসদ। অ্যাপার্টমেন্টটি সংসদ থেকে ২০০ মিটার দূরে। আধঘণ্টা হয়ে গেল কিন্তু দমকলের দেখা নেই। এখনও আগুন জ্বলছে। বারবার ফোন করা হচ্ছে দমকলকে। দিল্লির সরকারের লজ্জা হওয়া উচিত।’
এদিনের অগ্নিকাণ্ডের জেরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে দমকল। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি