মহারাষ্ট্রের নন্দুরবারের চন্দ্রশৈলী ঘাটে গাড়ি উল্টে মৃত ৮ ,আহত ২০
মুম্বই, ১৮ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্রের নন্দুরবার জেলার চন্দ্রশৈলী ঘাটে শনিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। অষ্টম পর্বত যাত্রায় যাওয়া একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ২০ জনেরও বেশি যাত্রী। আহতদ
মহারাষ্ট্রে দুর্ঘটনা: নন্দুরবারের চন্দ্রশৈলী ঘাটে গাড়ি উল্টে মৃত ৮ ,আহত ২০


মুম্বই, ১৮ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্রের নন্দুরবার জেলার চন্দ্রশৈলী ঘাটে শনিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। অষ্টম পর্বত যাত্রায় যাওয়া একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ২০ জনেরও বেশি যাত্রী। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ধনতেরস উপলক্ষে প্রায় ৪০ জন তীর্থযাত্রী একটি বেসরকারি মালবাহী গাড়িতে করে অষ্টম পর্বত যাত্রায় যাচ্ছিলেন। নন্দুরবার জেলার চন্দ্রশৈলী ঘাটের কাছে পৌঁছনোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ মিলে উদ্ধারকার্য শুরু করে। গুরুতর আহতদের নন্দুরবার জেলা হাসপাতাল ও তালোদা উপ-জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানান , মৃত ও আহতদের মধ্যে অধিকাংশই নন্দুরবার জেলার শাহাদা তালুকার ভূরাতি ও বৈজলি গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, মহারাষ্ট্রের নন্দুরবার জেলার সপুত্রা পর্বতমালায় অবস্থিত প্রাচীন অষ্টম ঋষি পর্বত, যেখানে প্রতি বছর ধনতেরস উপলক্ষে হাজার হাজার ভক্ত তীর্থযাত্রায় অংশ নেন। চার হাজার ফুট উঁচু পাহাড়ের এই যাত্রাপথ দুর্গম হওয়ায় প্রতি বছর দুর্ঘটনার আশঙ্কা থাকে। ভক্তরা রাতে মশাল, টায়ার ও প্রদীপ নিয়ে যাত্রা করেন এবং ধনতেরসের ভোরে শৃঙ্গের উপরে পতাকা স্থাপন করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande