জিএসটি সংস্কার দেশের অর্থনীতিতে বিরাট গতি এনেছে : নির্মলা সীতারমন
নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): জিএসটি সংস্কারের ফলে উৎসবের মরশুমে রেকর্ড পরিমাণ বিক্রি বেড়েছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, জিএসটি ২.০ সংস্কার দেশের অর্থনীতিতে বিরাট গ
নির্মলা সীতারমন


নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): জিএসটি সংস্কারের ফলে উৎসবের মরশুমে রেকর্ড পরিমাণ বিক্রি বেড়েছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, জিএসটি ২.০ সংস্কার দেশের অর্থনীতিতে বিরাট গতি এনেছে, যার ফলে উৎসবের মরশুমে ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং ভোগ্যপণ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রেকর্ড বিক্রি হয়েছে। তিনি এদিন নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে জিএসটি সাশ্রয় উৎসব উপলক্ষ্যে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, জিএসটি হার কমানোর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, এই বছরের নবরাত্রিতে রেকর্ড বিক্রি দেখা গেছে। তথ্য অনুসারে, এই বছর ইলেকট্রনিক্স বিক্রিতে ২০-২৫% বৃদ্ধি পেয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande