ওড়িশায় পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ৭ জন
ভুবনেশ্বর, ১৮ অক্টোবর (হি.স.) : ওড়িশার বোলাঙ্গির জেলায় মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার গভীর রাতে জামসার এলাকার পথ দুর্ঘটনায় প্রাণ হারায় এক ব্যক্তি। গুরুতর আহত আরও ৭ জন । শনিবার পুলিশ সূত্রে জানা গেছে , একটি গাড়ি বোলাঙ্গির–সুবলপুর ২৬-এ মহাসড়
ওড়িশায় পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ৭ জন


ভুবনেশ্বর, ১৮ অক্টোবর (হি.স.) : ওড়িশার বোলাঙ্গির জেলায় মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার গভীর রাতে জামসার এলাকার পথ দুর্ঘটনায় প্রাণ হারায় এক ব্যক্তি। গুরুতর আহত আরও ৭ জন ।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে , একটি গাড়ি বোলাঙ্গির–সুবলপুর ২৬-এ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। এই গাড়িতে কালাহান্ডি জেলার তুমুরা গ্রামের আটজন ব্যক্তি ছিলেন, যারা দুইজন রোগীর চিকিৎসা করানোর পর গ্রামে ফিরছিলেন। ঠিক তখনই দ্রুত গতিতে আসা গাড়িটি রাস্তার পাশে দাঁড়ানো ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ করে। সংঘর্ষের ঘটনাস্থলেই এক যাত্রী কবীরাম জগতের মৃত্যু হয়, আর বাকিদের মধ্যে সাতজন গুরুতর আহত হন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়।পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় সকলকে ভীষ্মা ভোই মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande