নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): অস্থির বৈশ্বিক পরিস্থিতিতে দেশের প্রবৃদ্ধির গতি শক্তিশালী, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। শনিবার জিএসটি সাশ্রয় উৎসব সম্পর্কে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, নবরাত্রির মরশুমে যানবাহন বিক্রি বেড়েছে এবং ইলেকট্রনিক্স ক্ষেত্রও সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।
তিনি বলেন, এই ধরনের অস্থির বৈশ্বিক পরিস্থিতিতে, দেশের প্রবৃদ্ধির গতি এতটাই শক্তিশালী যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও দেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৬ শতাংশে সংশোধন করতে বাধ্য হয়েছে। গোয়েল বলেন, দ্বিগুণ উদযাপনের মাধ্যমে, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এই বছর প্রতিটি ঘরে দেবী লক্ষ্মীকে আমন্ত্রণ জানিয়েছেন। ধনী, মধ্যবিত্ত, অথবা কৃষক, ২০২৫ সাল সকলের জন্য একটি স্মরণীয় বছর হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা