বিয়ের আনন্দে মানবসেবা, রাজনগরে অনন্য উদ্যোগে রক্তদান শিবির
বিলোনিয়া (ত্রিপুরা), ১৮ অক্টোবর (হি.স.) : বিয়ের আনন্দ উৎসবকে মানবসেবার রূপ দিল দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর গৌরমোহন পাড়ার এক পরিবার। গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার প্রয়াত সতীশ দেবনাথের ছোট ছেলে অনুকূল দেবনাথের বিয়ে হয় বড়পাথরী কাশারি এলাকার দ্বিজেন
রক্তদান শিবির


বিলোনিয়া (ত্রিপুরা), ১৮ অক্টোবর (হি.স.) : বিয়ের আনন্দ উৎসবকে মানবসেবার রূপ দিল দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর গৌরমোহন পাড়ার এক পরিবার। গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার প্রয়াত সতীশ দেবনাথের ছোট ছেলে অনুকূল দেবনাথের বিয়ে হয় বড়পাথরী কাশারি এলাকার দ্বিজেন্দ্র দেবনাথের মেয়ে অনিমা দেবনাথের সঙ্গে। বিয়ের আনন্দ শেষে শনিবার সকাল ১১টায় প্রয়াত সতীশ দেবনাথের বাড়িতে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির।

রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক সুধন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ প্রণয় বর্মনসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

উদ্বোধনী বক্তব্যে প্রাক্তন বিধায়ক সুধন দাস বলেন, “রক্তের কোন জাতপাত বা ধর্ম নেই। বিয়ের মত সামাজিক অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন এক অনন্য উদাহরণ। সমাজে যদি এ ধরনের উদ্যোগ আরও বাড়ে, তবে তা মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ডাঃ প্রণয় বর্মন রক্তদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সমাজে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এদিনের রক্তদান শিবিরে সাতজন মহিলা সহ মোট ৩৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি কিছু ছাত্রছাত্রীদের মধ্যে খাতা, বই ও কলম বিতরণ করা হয়।

এই অনন্য উদ্যোগে রাজনগর এলাকায় দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা। বিয়ের আনন্দের সঙ্গে মানবসেবার এমন সুন্দর মেলবন্ধন স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande