দক্ষিণ ২৪ পরগনা, ১৯ অক্টোবর (হি.স.): কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থেকে মথুরাপুর যাওয়ার পথে তাঁর কনভয় ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। রাস্তার দুধারে প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল। অভিযোগ, সেখান দিয়ে শুভেন্দু কনভয় যাওয়ার সময় তাঁর নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে মহিলাদের সরিয়ে দেন। সেখানেই বিক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। বিরোধী দলনেতার কনভয় আটকানো হয়। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে শুভেন্দু বিক্ষোভস্থল থেকে নিরাপদে চলে যান গন্তব্যে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ