নদিয়া, ১৯ অক্টোবর (হি.স.): মদের আসরে যুবকের রহস্যমৃত্যু নদিয়ায়। শনিবার রাতে হাঁসখালি থানার বগুলার এলাকার চার যুবক এক বন্ধুর বাড়ির ছাদে মদের আসর বসিয়েছিলেন। অভিযোগ, সেই আসরেই হঠাৎ এক যুবক অচৈতন্য হয়ে পড়েন। পরে তাঁকে বাকি ৩ বন্ধু বগুলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। আর সেই ঘটনাতেই ওই মদের আসরে থাকা বাকি ৩ বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তদন্তের স্বার্থে হাঁসখালি থানার পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠালে বিচারক ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা