জলপাইগুড়ির চা বাগানে ফের খাঁচা বন্দি চিতাবাঘ
জলপাইগুড়ি, ১৯ অক্টোবর (হি.স.): জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গেন্দ্রাপাড়া চা বাগানের ২০-২১ নম্বর সেকশনে চিতাবাঘ খাঁচাবন্দি। শনিবার রাতে পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচা বন্দি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জামান এলাকার মানুষ। খবর পেয়ে বন দফতরের কর্মী
জলপাইগুড়ির চা বাগানে ফের খাঁচা বন্দি চিতাবাঘ


জলপাইগুড়ি, ১৯ অক্টোবর (হি.স.): জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গেন্দ্রাপাড়া চা বাগানের ২০-২১ নম্বর সেকশনে চিতাবাঘ খাঁচাবন্দি। শনিবার রাতে পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচা বন্দি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জামান এলাকার মানুষ। খবর পেয়ে বন দফতরের কর্মীরা পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। বন দফতরের কর্মীরা ওই এলাকায় টহলদারি চালিয়ে যাচ্ছেন। সেখানে আরও চিতাবাঘ থাকতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। তবে, শনিবার রাতে চিতা পাকড়াও হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন স্থানীয়রা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande