বেপরোয়া গতি! গভীর খাদে ট্রাক গড়িয়ে মৃত ৮
মুম্বই, ১৯ অক্টোবর (হি.স.): মন্দির দর্শন সেরে আর বাড়ি ফেরা হল না। গভীর খাদে উল্টে পড়ল যাত্রিবাহী ট্রাক। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভিতরে আটকেই মৃত্যুমিছিল। এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড
বেপরোয়া গতি! গভীর খাদে ট্রাক গড়িয়ে মৃত ৮


মুম্বই, ১৯ অক্টোবর (হি.স.): মন্দির দর্শন সেরে আর বাড়ি ফেরা হল না। গভীর খাদে উল্টে পড়ল যাত্রিবাহী ট্রাক। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভিতরে আটকেই মৃত্যুমিছিল। এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। তালোডা থানার অন্তর্গত চান্দসৈলি ঘাট এলাকায় শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে। একটি তীর্থক্ষেত্র থেকে যাত্রীদের নিয়ে ফিরছিল মিনি ট্রাকটি। তাতে ৪০ জন পুণ্যার্থী ছিলেন। মাঝ রাস্তায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাকের চালক। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ২০০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন। অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande