দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, জ্বলল একটি ডাম্পার, হতাহতের খবর নেই
পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর (হি.স.): দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে জ্বলে গেল একটি ডাম্পার। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের নীলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা রবিবার ভোরবেলা সাক্ষী রইল এমন ভয়াবহ দুর্ঘটনার। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বিশাল
দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, জ্বলল একটি ডাম্পার, হতাহতের খবর নেই


পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর (হি.স.): দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে জ্বলে গেল একটি ডাম্পার। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের নীলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা রবিবার ভোরবেলা সাক্ষী রইল এমন ভয়াবহ দুর্ঘটনার। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বিশাল পুলিশ বাহিনী। প্রায় পাঁচঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনা গিয়েছে। তবে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, রবিবার ভোরবেলা পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার নীলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত থেকে মোরাম বোঝাই ডাম্পার নীলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তেমাথানি-পটাশপুর রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে ছিল। ভোরে পটাশপুরের দিক থেকে তেমাথানিগামী একটি স্টোন চিপস বোঝাই ডাম্পার এসে দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় আগুন ধরে যায় একটি ডাম্পারে। দাউদাউ করে জ্বলে ওঠে সেটি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের খড়ের গাদায়। আগুনের লেলিহান শিখা কয়েকশো মিটার দূর থেকেও দেখা যাচ্ছিল, কালো ধোঁয়ার ঢেকে যায় গোটা এলাকা। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনও খবর নেই|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande