কলকাতা, ২০ অক্টোবর (হি. স.) : এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের ১০৫তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালিত হয়েছে। সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায়, ২ নং বেলতলা রোডে তাঁর নিজস্ব বাসভবনে এবং শহরের বিভিন্ন প্রান্তে এবং জেলাস্তরেও কংগ্রেস কার্যালয়ে শ্রী রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে অনুগামীদের মধ্যেই ভিড় জমে ।
এদিকে, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও এদিন সোশ্যাল মিডিয়া মারফৎ এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সিদ্ধার্থশঙ্কর রায়ের জন্মবার্ষিকীতে এদিন সেই উপলক্ষে তিনি লিখেছেন - রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায় এর - এর জন্মদিবসে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত