লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী, প্রতিমা দর্শনের পর শ্রদ্ধা নিবেদন
কলকাতা, ২০ অক্টোবর (হি. স.) : কালীপুজো উপলক্ষে সোমবার কালীবাড়িতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিমা দর্শনের পর শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তার মোড়কেই ছিল এদিন দক্ষিণ কলকাতার এই মন্দির। সকাল থেকেই সেখানে আনাগোনা ছ
লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী, প্রতিমা দর্শনের পর শ্রদ্ধা নিবেদন


কলকাতা, ২০ অক্টোবর (হি. স.) : কালীপুজো উপলক্ষে সোমবার কালীবাড়িতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিমা দর্শনের পর শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তার মোড়কেই ছিল এদিন দক্ষিণ কলকাতার এই মন্দির। সকাল থেকেই সেখানে আনাগোনা ছিল ভক্তদের। উল্লেখ্য, কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যাতে মহাধূমধামের সঙ্গে কালীপুজোর আয়োজন করা হয়ে থাকে। ঐতিহ্য ও প্রথা মেনেই কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে চলছে কালীপুজো। দক্ষিণেশ্বর কালী মন্দিরে জনসমাগম এদিন সর্বাধিক বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, একদিকে এই শহরের অন্যতম সতীপীঠ কালীঘাট থেকে উত্তর কলকাতার ঠনঠনিয়াতেও কালীভক্তদের মধ্যেই উপচে পড়া ভিড়। অন্যদিকে, দক্ষিণ কলকাতার লেক কালীবাড়ি থেকে বউবাজারস্থিত ফিরিঙ্গি কালীবাড়িতেও আজকের দিনে আনাগোনা বেড়েছে ধর্মপ্রাণাদের ও ভক্তদের।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande