কলকাতা, ২০ অক্টোবর (হি. স.) : আলোর উৎসব - দীপাবলী। উৎসবে মাতোয়ারা বাংলা। সমস্ত সম্প্রদায়ের মানুষ আনন্দ উপভোগ করছেন। এই মুহূর্তে চারিদিকে আলোকোজ্জ্বল পরিবেশ। এই শহর জুড়ে চারিদিকে আলোর রোশনাই। এদিকে, রঙীন আলোক মালায় সেজে উঠেছে নগর কলকাতা। সেইসঙ্গে গ্রাম বাংলার সমস্ত এলাকাও সেজে উঠেছে আলোর মোড়কে। উল্লেখ্য, আজকের এই দিনটিতে সেই উপলক্ষে শুভকামনার এদিন বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স বার্তায় তিনি এদিন জানান - সবার প্রতি রইল দীপাবলির আন্তরিক শুভেচ্ছা! প্রদীপের আলো ও এই উৎসবের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক, এবং আমাদের সমাজে ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক। এছাড়াও সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজেও তিনি এই নিয়ে লিখেছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত