ডিব্রুগড় (অসম), ২০ অক্টোবর (হি.স.) : কাকোপাথার আর্মি ক্যাম্পে হামলায় আলফা (স্বাধীন) উগ্রপন্থীদের ব্যবহৃত গাড়ি চালককে বিতুল বরুয়া বলে শনাক্ত করা হয়েছে। সেদিনের হামলায় গুলিবিদ্ধ বিতুলের চিকিৎসা চলছে।
ডিব্রুগড় জেলা পুলিশ সদর দফতরের এক আধিকারিক সূত্র এ খবর দিয়ে জানিয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে বিতুল বরুয়াকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। ১৬ অক্টোবর গভীর রাতে আলফা (স্বাধীন) উগ্রপন্থীরা সেনা শিবিরে তিনটি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার (ইউবিজিএল) ছুঁড়েছিল। দফায় দফায় প্রায় ৩০ মিনিট গুলি বর্ষণ করেছিল তারা। ওই রাতে উগ্রপন্থীদের গুলির জবাব গুলিতেই দিয়েছিল সেনাবাহিনী। এক সময় তারা পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়।
পুলিশের সন্দেহ, এএস ২৫ ইসি ২৩৫৯ নম্বরের গাড়িটি আলফা (আই) উগ্রপন্থীরা সেনা শিবিরে হামলা চালানোর জন্য ব্যবহার করেছিল। নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠনের সঙ্গে বিতুলের সম্ভাব্য যোগসূত্র এবং ঘটনার সাথে তার জড়িত থাকার প্রমাণ খতিয়ে দেখছে পুলিশ।
জেলা পুলিশ সদর দফতরের আধিকারিক সূত্র জানিয়েছে, সেনা শিবিরে হামলার আগে উগ্রপন্থীরা ডুমডুমার দিক থেকে ওই ট্রাকে করে এসেছিল। তদন্তে নাকি জানা গেছে, সেনা শিবিরে হামলায় ব্যবহৃত ট্রাকটি গুয়াহাটির জনৈক গাড়ি ব্যবসায়ীর কাছ থেকে কিনেছিল বিতুল বরুয়া।
পরবর্তীতে অসম-অরুণাচল প্রদেশ আন্তঃরাজ্য সীমান্তের কাছে নোয়া-দিহিং নদীর তীরে টেঙ্গাপানি ঘাট থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে, জানিয়েছে পুলিশের আধিকারিক সূত্র।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস