২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রকাশ্যে দাবি কুণালের
কলকাতা, ২০ অক্টোবর, (হি.স.): “জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনিই।” সোমবার দৃঢ়তার সঙ্গে সামাজিক মাধ্যমে এই দাবি করলেন তৃণমূল নেতা তথা দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল লিখেছেন,
কুণাল ঘোষ


কলকাতা, ২০ অক্টোবর, (হি.স.): “জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনিই।” সোমবার দৃঢ়তার সঙ্গে সামাজিক মাধ্যমে এই দাবি করলেন তৃণমূল নেতা তথা দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ।

কুণাল লিখেছেন, জনভিত্তিহীন নাটকবাজ বিরোধীপক্ষ এবং ঈর্ষাকাতর, অবসাদগ্রস্ত, হতাশ কিছু কুৎসাকারীকে এক নাগরিক হিসেবে বলে রাখি- ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। ওই সময়টার আগেপরে থেকে তাঁর আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব শুরু। (যদি 2029-এ বাংলা থেকে মমতাদি প্রধানমন্ত্রী হন, তাহলে আলাদা কথা)

বিরোধীরা মিডিয়া, সোশ্যাল মিডিয়াতেই থাকুন। তৃণমূল নবান্নে সুন্দর, বিরোধীরা ফেসবুকে।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande