কলকাতা, ২০ অক্টোবর, (হি.স.): ভবানীপুরের বিদ্যাসাগর কলোনিতে এক স্কুলছাত্রীর রহস্যমৃত্যু হয়েছে। বাড়ির ওয়ারড্রব থেকে উদ্ধার হয় ওই ছাত্রীর ঝুলন্ত দেহ। প্রতিবেশীদের অভিযোগ, বাড়িতে ছাত্রীর ওপর অত্যাচার চলত। প্রশ্ন উঠেছে, কীভাবে মৃত্যু হয়েছে স্কুলছাত্রীর? ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।
ঠিক কী হয়েছিল, তা এখনও সামনে আসেনি। কীভাবে ওই ওয়ারড্রবে দেহ গেল, বা কীভাবে প্রকৃতই ওই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছিল, তা এখনও অজানা। পুরনো কোনও হিংসার ঘটনা এর সঙ্গে জড়িয়ে আছে কিনা, সে বিষয়েও কোনও স্পষ্ট ধারণা সামনে উঠে আসেনি। আশা করা হচ্ছে, ময়না তদন্তের পরেই প্রকৃত সত্য সামনে বেরিয়ে আসবে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত