শব্দ তাণ্ডবের পাশাপশি দীপাবলিতে দূষণের কবলে কলকাতা
কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): দীপাবলিতে দূষণের মাত্রা ছাড়িয়ে গেল মহানগরী কলকাতায়। নানা স্থানে বাতাসের গুণগতমান খারাপ পর্যায়ে পৌঁছে যায়। একইসঙ্গে শব্দবাজির তাণ্ডবেও অতিষ্ঠ হয়েছে কল্লোলিনী কলকাতা। এ বছরও দীপাবলিতে শব্দবাজির দাপট দেখা গিয়েছে সর্বত্র।
শব্দ তাণ্ডবের পাশাপশি দীপাবলিতে দূষণের কবলে কলকাতা


কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): দীপাবলিতে দূষণের মাত্রা ছাড়িয়ে গেল মহানগরী কলকাতায়। নানা স্থানে বাতাসের গুণগতমান খারাপ পর্যায়ে পৌঁছে যায়। একইসঙ্গে শব্দবাজির তাণ্ডবেও অতিষ্ঠ হয়েছে কল্লোলিনী কলকাতা।

এ বছরও দীপাবলিতে শব্দবাজির দাপট দেখা গিয়েছে সর্বত্র। নির্ধারিত সময়সীমা, নিষেধাজ্ঞা— কোনও কিছুর তোয়াক্কা না করেই গভীর রাত পর্যন্ত দেদার শব্দবাজি ফাটানো হয়েছে। দমদম, নিউটাউন, যাদবপুর, পার্কস্ট্রিট, বিধাননগর— ভয়াবহ পরিস্থিতি ছিল সর্বত্র। কলকাতার নানা স্থানে সোমবার রাতে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যায় দূষণ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande