হুগলি, ২১ অক্টোবর (হি.স.): কালীপুজোর রাতে হুগলির কোন্নগরে গ্যাস অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, কোন্নগর জিটি রোড সংলগ্ন গ্যাস অফিসের ছাদে সোমবার গভীর রাতে আগুন লাগে। আগুন নেভাতে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দু’টি ইঞ্জিনের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা বাদে আগুন নিয়ন্ত্রণে আসে।
কালীপুজোর রাতে যখন চারিদিকে আনন্দের বাতাবরণ, তখন হুগলির কোন্নগরের গ্যাস অফিসে ভয়াবহ আগুন লাগে। রাত ১টা নাগাদ কোন্নগর জিটি রোড সংলগ্ন, গ্যাস অফিসের ছাদে আগুন লাগে। দমকলের দু'টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা