দীপাবলিতে শব্দ দানবের দাপট; দেদার ফাটল শব্দবাজি, ধৃত শতাধিক
কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): আলোর উৎসব দীপাবলিতে শব্দ দানবের দাপট কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। নিষেধ উপেক্ষা করে কলকাতার বিভিন্ন জায়গায় দেদার ফাটল শব্দবাজি। অভিযান চালিয়ে ৫২২ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। নিষিদ্ধ বাজি ফাটানোর অ
দীপাবলিতে শব্দ দানবের দাপট; দেদার ফাটল শব্দবাজি, ধৃত শতাধিক


কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): আলোর উৎসব দীপাবলিতে শব্দ দানবের দাপট কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। নিষেধ উপেক্ষা করে কলকাতার বিভিন্ন জায়গায় দেদার ফাটল শব্দবাজি। অভিযান চালিয়ে ৫২২ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে রাত ৮টা পর্যন্ত গ্রেফতার করা হয় মোট ১৬ জনকে, পরে ধৃতের সংখ্যা বেড়ে হয় শতাধিক। উৎসবে অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২৯ জনকে।

রাত যত বেড়েছে, ততই বেড়েছে শব্দ দানবের তাণ্ডব। আদালতের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র নির্দিষ্ট সময়ে পরিবেশবান্ধব বাজিতে ছাড় থাকলেও, শব্দবাজির আওয়াজে অতিষ্ঠ হতে হল রাজ্যবাসীকে। এ প্রসঙ্গে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা জানালেন, গত বছরের তুলনায়, এ বছর শব্দদূষণের মাত্রা কম থাকলেও, একাধিক এলাকা থেকে এই সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। ১০০-এরও বেশি গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে ইতিমধ্যেই।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande