কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিকদের আন্তরিক শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “আজ আজাদ হিন্দ সরকার গঠনের বার্ষিকী। নেতাজি সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে ভারতের স্বাধীনতার জন্য বীরত্বের সাথে লড়াই করা ভারতীয় জাতীয় সেনাবাহিনীর বীর সৈনিকদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। জয় হিন্দ!”
প্রসঙ্গত, ১৯৪৩ সালের ২১ অক্টোবর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়। এই সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর মতবাদে অণুপ্রাণিত হয়েছিল। নেতাজিই ছিলেন এই অস্থায়ী ভারত সরকারের সর্বাধিনায়ক ও রাষ্ট্রপ্রধান। এই
সরকার দক্ষিণ–পূর্ব এশিয়ার নানা ব্রিটিশ উপনিবেশে বসবাসকারী অসামরিক ও সামরিক কর্মচারীদের উপর নিজ কর্তৃত্ব ঘোষণা করে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত