আগ্রা, ২১ অক্টোবর (হি.স.): দিল্লির পাশাপাশি বাতাসের গুণগতমান খারাপ হচ্ছে উত্তর প্রদেশেও। বায়ুদূষণের কবলে আগ্রা-সহ উত্তর প্রদেশের বিভিন্ন শহরও। মঙ্গলবার হালকা ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ল তাজনগরী আগ্রা, আবার সকালের দিকে কুয়াশাও ছিল তাজমহল চত্বরে।
দীপাবলির পরের দিনই ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ল আগ্রার তাজমহল। এদিন সকালে রাজধানী দিল্লিতেও বাতাসের গুণগতমান ছিল খুব খারাপ পর্যায়ে। বিভিন্ন জায়গায় বাতাসের গুণগতমান রেকর্ড হয়েছে অসন্তোষজনক পর্যায়ে। এ জন্য বাজি পোড়ানোকেই দায়ী করছেন পরিবেশবিদরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা