চেন্নাই, ২৩ অক্টোবর (হি.স.): বুকের ব্যথায় অসুস্থ হয়ে মারা গেলেন ডিএমকে বিধায়ক কে পোন্নুসামি। স্বাস্থ্যগত জটিলতার কারণে বৃহস্পতিবার সকালে ডিএমকে বিধায়ক কে পোন্নুসামি প্রয়াত হয়েছেন। এদিন ভোরে তিনি বুকে ব্যথা অনুভব করেন। ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবা দ্রুত তাঁকে নামাক্কলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রের খবর, এর আগেও তিনি দু'বার বুকে ব্যথা অনুভব করেছিলেন এবং তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছিল। মৃত্যুকালে এই ডিএমকে নেতার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ২০০৬ থেকে ২০১১ এবং আবারও ২০২১ সাল পর্যন্ত বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
রাজ্যসভার সদস্য কে আর এন রাজেশ কুমার, নামাক্কলের বিধায়ক পি রামালিঙ্গম, মেয়র ডি কালানিথি, কালেক্টর দুর্গা মূর্তি এবং অসংখ্য দলীয় সদস্য তাঁকে শ্রদ্ধা জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা