ভাই-বোনের মধুর সম্পর্কের বন্ধন, ভ্রাতৃদ্বিতীয়ায় শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): কালীপুজো চলে গেলেও হিন্দু ধর্মাবলম্বীদের পার্বণের তালিকা এখনও ফুরোয়নি। বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে ভাই-বোনের মধুর সম্পর্কের বন্ধন উদ্‌যাপন। অর্থাৎ ভাইফোঁটার। ভাইফোঁটা ভ্রাতৃদ্বিতীয়া নামেও পরিচিত। সাধারণত কালীপুজোর
দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীকে চিঠি প্রধানমন্ত্রীর, উল্লেখ নানা বিষয়ের


নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): কালীপুজো চলে গেলেও হিন্দু ধর্মাবলম্বীদের পার্বণের তালিকা এখনও ফুরোয়নি। বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে ভাই-বোনের মধুর সম্পর্কের বন্ধন উদ্‌যাপন। অর্থাৎ ভাইফোঁটার। ভাইফোঁটা ভ্রাতৃদ্বিতীয়া নামেও পরিচিত। সাধারণত কালীপুজোর দু’দিন পর পালিত হয় এই উৎসব। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালন করা হয় ভাইফোঁটা। সেই অনুযায়ী এটি ভ্রাতৃদ্বিতীয়া নামেও পরিচিত।

ভাইফোঁটা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, আপনাদের সকলকে ভ্রাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। ভাইবোনের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাসের প্রতীক এই উৎসব সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক। এই সম্পর্কের বন্ধন নতুন করে শক্তিশালী হোক।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande