রাহুলকে খোঁচা বিজেপির, যৌথ পিসি নিয়ে কটাক্ষ পুনাওয়ালার
নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে খোঁচা বিজেপির। বৃহস্পতিবার পাটনায় মহাগঠবন্ধনের প্রেস মিট (সাংবাদিক বৈঠক)। মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করার কথা এদিন। এরই মধ্যে
শাহজাদ পুনাওয়ালা


নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে খোঁচা বিজেপির। বৃহস্পতিবার পাটনায় মহাগঠবন্ধনের প্রেস মিট (সাংবাদিক বৈঠক)। মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করার কথা এদিন। এরই মধ্যে প্রেস কনফারেন্সের মঞ্চের পোস্টার থেকে রাহুল গান্ধীর ছবি উধাও ঘিরে খোঁচা বিজেপির।

বিজেপির জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা এক্স মাধ্যমে লেখেন, ‘জয়েন্ট পিসি? কিন্তু একজনেরই তো ছবি। এ তো রাহুল গান্ধী ও কংগ্রেসের সম্মান চোরি। কংগ্রেস ও রাহুল গান্ধীকে কি নিজের জায়গা দেখানো হলো?’ উল্লেখ্য, পাটনায় আয়োজিত হতে চলা মহাজোটের সংবাদ সম্মেলনের স্থানে আরজেডি নেতা তেজস্বী যাদবের ছবি সম্বলিত বোর্ড এবং পোস্টার লাগানো হয়েছে। উধাও রাহুলের ছবি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande