
কমলপুর (ত্রিপুরা), ২৩ অক্টোবর (হি.স.) : ধলাই জেলার কমলপুর মহকুমার শান্তিবাজার এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে বনধকে কেন্দ্র করে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। বিকালের দিকে বনধ সমর্থকেরা বাজার এলাকায় ঢুকে একাধিক দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে এবং মুহূর্তে এলাকা রণক্ষেত্রের রূপ নেয়।
হামলার সময় একটি ব্যক্তিগত গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। পাশাপাশি অগ্নিনির্বাপক বাহিনীর একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়। ইট-বৃষ্টিতে আহত হন কমলপুরের এসডিপিও সমুদ্র দেববর্মা এবং সালেমার বিডিও অভিজিৎ চৌধুরী। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন।
অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছে। এলাকায় উত্তেজনা অব্যাহত থাকায় বাজার কার্যত বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, তিপ্রা মথার বিধায়ক রণজিৎ দেববর্মার নেতৃত্বে নাগরিক সমাজের একটি প্ল্যাটফর্ম ভারত-বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার সীমান্তে অনুপ্রবেশ সম্পূর্ণভাবে রুখতে এই ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে। যদিও তিপ্রা মথা রাজ্যের ক্ষমতাসীন বিজেপির সহযোগী, জনজাতি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দলটি সক্রিয় প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ