
শিমলা, ২৬ অক্টোবর (হি.স.): সমাজমাধ্যমের জন্য বাইক স্টান্টের ভিডিও, আর তা করতে গিয়েই মৃত্যু হল যুবকের| দুর্ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের মান্ডিতে|
জানা গেছে, বাইকের স্টান্ট দেখাতে গিয়ে মৃত্যু হয় যুবকের। পুলিশ জানিয়েছে, নাগচালার বালহ এলাকার যুবক অনিকেত সমাজমাধ্যমে পোস্ট করার জন্য বাইকের স্টান্টের ভিডিয়ো তৈরি করছিল। শনিবার গভীর রাতে কীর্তাপুর-মানালি সড়কের উপরে তীব্র গতিতে চলার সময়ে অনিকেত বাইকের নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনায় মৃত্যু হয় তার| ঘটনার তদন্ত করছে পুলিশ|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ