
বিশাখাপত্তনম, ২৬ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়ার আগে যাবতীয় প্রস্তুতি সেরে রাখছে অন্ধ্রপ্রদেশ সরকার। পর্যাপ্ত রেশনের যোগান রাখা, জ্বালানি মজুত, ধান সংগ্রহ, খাদ্যসামগ্রী সঞ্চয়, আশ্রয়শিবির তৈরি এবং ত্রাণসামগ্রী বণ্টনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
রাজ্যের সরবরাহ মন্ত্রী এন মনোহর বলেছেন যে, গণবণ্টন ব্যবস্থায় পণ্যের মজুত, জ্বালানি মজুত, ত্রাণ ও আশ্রয় কেন্দ্রে খাদ্য সরবরাহ এবং ঘূর্ণিঝড়-পরবর্তী ত্রাণ বিতরণ অন্তর্ভুক্ত রয়েছে। মনোহর এও বলেন, অন্ধ্রপ্রদেশ সরকার ঘূর্ণিঝড় মন্থার জন্য পূর্ব প্রস্তুতির বিশদ বিবরণ সহ একটি প্রতিবেদন তৈরি করেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ