
নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): রবিবার ২০২৫ সালের জাতীয় বিজ্ঞান পুরস্কার ঘোষণা করা হয়েছে। অধ্যাপক জয়ন্ত বিষ্ণু নার্লিকরকে মরণোত্তর বিজ্ঞান রত্ন পুরস্কার প্রদান করা হবে। বিজ্ঞান শ্রী পুরস্কারের জন্য আটজন বিজ্ঞানীকে নির্বাচিত করা হয়েছে। বিজ্ঞান যুব বিভাগের অধীনে, বিভিন্ন শাখায় ১৪ জন তরুণ বিজ্ঞানীকে নির্বাচিত করা হয়েছে, অন্যদিকে কৃষি বিজ্ঞানে অবদানের জন্য টিম অ্যারোমা মিশন সিএসআইআরকে বিজ্ঞান টিম পুরস্কার দেওয়া হচ্ছে। বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ চারটি বিভাগে এই পুরষ্কার দেওয়া হয় - বিজ্ঞান রত্ন, বিজ্ঞান শ্রী, বিজ্ঞান যুব-শান্তি স্বরূপ ভাটনগর এবং বিজ্ঞান দল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা