ফরিদাবাদে ১.১৫২ কেজি গাঁজা সহ গ্রেফতার যুবক
ফরিদাবাদ, ২৬ অক্টোবর (হি.স.) : ফরিদাবাদে ১.১৫২ কেজি মাদক (গাঁজা) সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পুলিশ মুখপাত্র জানান, গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে দীপক নেগি (২৮) নামে একজনকে শাস্ত্রী কলোনি থেকে মাদক (গাঁজা) সহ গ্রেফতার করা হয়েছে
ফরিদাবাদে ১.১৫২ কেজি গাঁজা সহ গ্রেফতার যুবক


ফরিদাবাদ, ২৬ অক্টোবর (হি.স.) : ফরিদাবাদে ১.১৫২ কেজি মাদক (গাঁজা) সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পুলিশ মুখপাত্র জানান, গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে দীপক নেগি (২৮) নামে একজনকে শাস্ত্রী কলোনি থেকে মাদক (গাঁজা) সহ গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ১.১৫২ কেজি মাদক (গাঁজা) দিল্লি থেকে ১৬ হাজার টাকায় কিনে এনেছিল সে। দীপক নেগি ক্যামেরা মেরামতের কাজ করে। পুলিশ অভিযুক্তকে আদালতে হাজির করে এক দিনের পুলিশ হেফাজতে নিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande