
আগরতলা, ২৬ অক্টোবর (হি.স.) : ত্রিপুরা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। পশ্চিম জেলা পুলিশ সুপার অফিসে কর্মরত ফুলতলির মতিনগর এলাকার বাসিন্দা আমির ভূঁইয়ার বিরুদ্ধে এলাকাবাসীরা রবিবার আমতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে আমির ভূঁইয়া এলাকার সাধারণ মানুষকে ভয় দেখিয়ে হয়রানি করে আসছেন। পশ্চিম জেলা পুলিশ সুপারের নাম ব্যবহার করে তোলাবাজি, গরিব মানুষের বৈধ সম্পত্তি জোরপূর্বক দখল এবং বিভিন্নভাবে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মাত্র ১০ বছর আগে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দিলেও বর্তমানে তিনি মতিনগর ও বক্সনগর এলাকায় প্রায় দেড় কোটি টাকার দুইটি বিলাসবহুল বাড়ির মালিক, যার টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা।
সম্প্রতি মতিনগর এলাকার এক বৃদ্ধের জমি দখল করে তার বাড়িতে তালা লাগানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। রবিবার এই অভিযোগের বিরুদ্ধে গ্রাম সভা ডাকা হলে সেখানে উপস্থিত লোকজনের সঙ্গে হাতাহাতি ও ঝগড়ায় জড়িয়ে পড়েন অভিযুক্ত কনস্টেবল। এমনকি তিনি সভায় উপস্থিতদের পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে জেলে পাঠানোর হুমকি দেন বলে অভিযোগ।
ঘটনার পর ভুক্তভোগী ব্যক্তি ও এলাকাবাসীরা একত্রিত হয়ে আমতলি থানায় অভিযোগ দায়ের করেন এবং বিষয়টি রাজ্য পুলিশের সদর দফতরেও জানান। আমতলি থানার ওসি পরিতোষ দাস আশ্বাস দিয়েছেন, অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীদের দাবি, মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসন যেন দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ