ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা পাবেন খগেন মুর্মু
কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.) : ইটবৃষ্টিতে গুরুতর জখম হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সাংসদ খগেন মুর্মু। এই ঘটনার পর এবার তাঁর নিরাপত্তা বাড়ানো হল। কেন্দ্রের তরফে ওয়াই প্লাস নিরাপত্তা পাবেন তিনি। সোমবার তাঁর সুরক্ষা বৃদ্ধির খবর জানানো হয়েছে। এর
ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা পাবেন খগেন মুর্মু


কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.) : ইটবৃষ্টিতে গুরুতর জখম হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সাংসদ খগেন মুর্মু। এই ঘটনার পর এবার তাঁর নিরাপত্তা বাড়ানো হল। কেন্দ্রের তরফে ওয়াই প্লাস নিরাপত্তা পাবেন তিনি। সোমবার তাঁর সুরক্ষা বৃদ্ধির খবর জানানো হয়েছে। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও সুরক্ষা বাড়ানো হয়েছিল কেন্দ্রের তরফে।

গত ৬ অক্টোবর হড়পা বানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ডুয়ার্সের নাগরাকাটা এলাকা পরিদর্শনে যান বিজেপি বিধায়ক খগেন মুর্মু, বিধায়ক শংকর ঘোষ-সহ বিজেপির এক প্রতিনিধিদল। সেখানে হামলার মুখে পড়েন তাঁরা। জনপ্রতিনিধিদের লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। ভাঙচুর করা হয় গাড়ি। ইটের আঘাতে আহত হন খগেন মুর্মু, শংকর ঘোষও। ইটের আঘাতে সাংসদের চোখের নিচে হাড় ভেঙেছে বলে জানা যায়। হাসপাতালে বেশ কয়েকদিন ভর্তি ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য দিল্লির এইমসেও তাঁকে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলে। সৌজন্য মেনে উত্তরবঙ্গ সফরের সময় হাসপাতালে গিয়ে বিজেপি সাংসদের সঙ্গে দেখা করে দ্রুত সুস্থতা কামনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই হামলার ঘটনার পরপরই বিজেপি সাংসদের নিরাপত্তা বৃদ্ধির দাবি উঠেছিল দলের অন্দরে। কেন্দ্রের কাছেও আবেদন জানানো হয়। পরিস্থিতি বুঝে শুনে সেই আবেদনকে মান্যতা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। জানানো হয়েছে, এবার থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা পাবেন খগেন মুর্মু।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande