
গুয়াহাটি, ২৭ অক্টোবর (হি.স.) : কর্ণাটকের মন্ত্রী তথা কংগ্ৰেস নেতা প্রিয়াঙ্ক খাড়গেকে একজন 'ফার্স্ট ক্লাস ইডিয়ট' বলেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। ‘অসমে শিল্প স্থাপনের জন্য প্রতিভাবান এবং সক্ষম মানুষের অভাব রয়েছে...’ বলে খাড়গের কটাক্ষ সংবলিত এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব।
আজ সোমবার কর্ণাটকের মন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গেকে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য কঠোর ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। খড়গের এই বক্তব্যে রাজ্য জুড়ে ক্ষোভের জন্ম দিয়েছে। রাজ্য সরকার এবং বিজেপি এই বক্তব্যকে অসমের জনগণ, বিশেষ করে যুবকদের জন্য ‘গুরুতর অপমান’ বলে অভিহিত করেছে।
মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, ‘‘তিনি (প্রিয়াঙ্ক খাড়গে) অসমিয়া যুবকদের অপমান করেছেন। তাঁর এই মন্তব্যের জন্য কংগ্রেস এখনও নিন্দা করেনি। আমরা সম্ভবত তাঁর বিরুদ্ধে মামলা করতে পারি। কারণ তিনি বলেছেন, অসমে শিক্ষিত যুবক নেই। এটা অসমের সমস্ত যুবকদের জন্য অপমান। এ ধরনের মন্তব্য অসমের ক্ষমতা সম্পর্কে কংগ্রেস পার্টির ‘ডিপ-সিটেড ঔদ্ধত্য এবং অজ্ঞতা’ প্রতিফলিত করে।’’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস