“নিজের ভোটাধিকার সুরক্ষিত রাখুন”, এসআইআর নিয়ে বার্তা শমীক ভট্টাচার্যের
কলকাতা, ২৭ অক্টোবর, (হি.স.): “আগামীকাল থেকে শুরু হচ্ছে এসআইআর — ভোটার তালিকা সংশোধনের এই গণতান্ত্রিক অভিযান। আসুন, সকলে অংশ নিন, নিজের ভোটাধিকার সুরক্ষিত রাখুন।” মানুষের উদ্দেশে সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি
শমীক ভট্টাচার্য


কলকাতা, ২৭ অক্টোবর, (হি.স.): “আগামীকাল থেকে শুরু হচ্ছে এসআইআর — ভোটার তালিকা সংশোধনের এই গণতান্ত্রিক অভিযান। আসুন, সকলে অংশ নিন, নিজের ভোটাধিকার সুরক্ষিত রাখুন।”

মানুষের উদ্দেশে সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিমি বলেন, “পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া — শুধু নাম তোলার কাজ নয়, এটা আসলে গণতন্ত্রের মেরুদণ্ডকে সুরক্ষিত রাখার লড়াই।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়াটিকেই তাদের রাজনৈতিক স্বার্থে বিকৃত করছে। আজ রাজ্যের সীমান্তবর্তী জেলা— উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর — জুড়ে চলছে ভুয়ো নাম তোলার খেলা। বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় ঢোকানোর মরিয়া চেষ্টা চলছে।

অন্যদিকে, প্রকৃত ভারতীয় নাগরিক, বিশেষত হিন্দু উদ্বাস্তু ও সাধারণ ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দল, যাতে তৃণমূলের ভুয়ো ভোটব্যাংক টিকে থাকে।

এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজেপি স্পষ্ট অবস্থান নিয়েছে — যে নাগরিকের জন্ম এই মাটিতে, যার পরিচয় ভারতীয়, তার ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। আর কোনো অনুপ্রবেশকারী এই দেশের গণতন্ত্রে ঢুকে পড়তে পারবে না।

বিজেপি বারবার প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে —এসআইআর প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও ডিজিটাল করা হোক। প্রতিটি আবেদন, বাদ ও আপত্তি যেন ডিজিটালি নথিভুক্ত ও যাচাইযোগ্য হয়।

তৃণমূলের ভয় এখানেই— যেদিন ভোটার তালিকা সত্যিকারের ভারতীয় নাগরিকদের তালিকায় পরিণত হবে, সেদিন তাদের ভুয়ো ভিত্তির রাজনীতি ভেঙে পড়বে।

বিজেপির অঙ্গীকার স্পষ্ট: প্রত্যেক ভারতীয় নাগরিকের ভোটাধিকার রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। ভোটার তালিকাকে ভুয়ো নাম মুক্ত করতে আমরা ঘরে ঘরে পৌঁছাব, গণতন্ত্রকে সুরক্ষিত রাখব, আর বাংলাকে ভুয়ো ভোটের দুষ্টচক্র থেকে মুক্ত করব।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande