
বাঁকুড়া, ২৭ অক্টোবর (হি.স.) : গর্ভাবস্থায় যমজ শিশুর মৃত্যুর অভিযোগের কারণে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত তুমুল বিক্ষোভ চলে। মৃত প্রসূতির আত্মীয়-পরিজনদের সঙ্গে স্থানীয় বিজেপি কর্মীরাও বিক্ষোভে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ অক্টোবর পিয়ারবেড়া গ্রামের বর্ষা নায়েক প্রসব যন্ত্রণায় হাসপাতালে ভর্তি হন। ইউএসজি করার পর একটি শিশুর কথা জানানো হয়, অথচ প্রসূতির গর্ভে যমজ সন্তান ছিল। পরে পুনরায় ইউএসজি করানোর পর সঠিক রিপোর্ট পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষ পরিজনদের জানান, প্রসব এখনও সাতদিন বাকি আছে এবং প্রসূতিকে ছুটি দেওয়া হয়। পরের দিন প্রসব যন্ত্রণা শুরু হলে হাসপাতালে ভর্তি করলে প্রসূতি দু’টি মৃত কন্যা সন্তানের জন্ম দেন।
পরিজনের অভিযোগ, ডায়াগনস্টিক সেন্টারের ভুল ইউএসজি ও হাসপাতালের চিকিৎসা গাফিলতির কারণে শিশুর মৃত্যু হয়েছে। তারা চিকিৎসকের শাস্তির দাবি করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এখনও মুখে কুলুপ এঁটেছে।
স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ ঘোষ হাসপাতাল পরিচালনার অব্যবস্থার অভিযোগ করেন এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ককে দায়ী করেছেন। তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, “আমি চিকিৎসক নই, গাফিলতির অভিযোগ থাকলে তদন্ত করা হবে। বিজেপি সরকারকে খাটো করার চেষ্টা করছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট