রঞ্জি ট্রফি ক্রিকেটে ইডেনে গুজরাটের প্রথম ইনিংস ১৬৭ রানে শেষ
কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটের খেলায় ইডেন গার্ডেন্সে বাংলার স্পিন বোলিংয়ের দাপটেই বিপক্ষ দল গুজরাট বেকায়দায়। সোমবার তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের আগে শেষ তাদের প্রথম ইনিংস। এদিনের খেলায় এক ঘন্টার ব্যবধানে গুজরাট যদিও ফলো অন এড়
রঞ্জি ট্রফি ক্রিকেটে ইডেন গার্ডেন্সে বাংলা - গুজরাটর সাক্ষাৎ


কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটের খেলায় ইডেন গার্ডেন্সে বাংলার স্পিন বোলিংয়ের দাপটেই বিপক্ষ দল গুজরাট বেকায়দায়। সোমবার তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের আগে শেষ তাদের প্রথম ইনিংস। এদিনের খেলায় এক ঘন্টার ব্যবধানে গুজরাট যদিও ফলো অন এড়িয়েছে। কিন্ত ৪৫ মিনিট ধরেই বাংলা কোনও উইকেট তুলতে পারে নি। কিন্ত গুজরাটের ১ম ইনিংসে দলগত স্কোর ১৬৭ রান। মাত্র ৬০ রান যোগ করলেও তিনটি উইকেট দ্রুত হারিয়েছে। শাহবাজ আহমেদ বল হাতে সফল। দু - দফায় ছয়টি উইকেট তাঁর ঝুলিতে ইডেনে। ১৯ ওভারের বোলিংয়ের পরিপ্রেক্ষিতেই সে ২৪ রান দিয়েছে। এই মুহূর্তে বাংলার দ্বিতীয় ইনিংসে এ পর্যন্ত সংগ্রহ করে - রান। উল্লেখ্য, বাংলার চেয়ে প্রথম ইনিংসের সুবাদে শতাধিক রানে পিছিয়ে রয়েছে সফরকারী গুজরাট। ১ দিন খেলার বাকি রয়েছে। জয়ের আশা জাগিয়ে তুলেছে খেলোয়াড়রা। তবে, কোণঠাসা হয়েছে বিপক্ষ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande